**প্রার্থনা**


আমি চাই মহত্তের মহৎ প্রাণ

মুক্তা মানিক নিধি আমারে দিওনা বিধি

চাইনা এ যুগের রাজত্ব সম্মান

বঞ্চিত প্রাণ পেলে, প্রাণ টুকু দিয়ে ঢেলে

মেগে নিবে মনুত্বের শ্রেষ্ঠ উপাদান

প্রাণের সাধক আমি সাধনীয় প্রাণ

আমি চাই শিশুহেন উলঙ্গ প্রাণ

মুখে মাখা সরলতা কহেনা সাজানো কথা

যানে না যোগাতে মন করি নানা ভান

প্রাণ খোলা মন খোলা আপনি আপন ভোলা

তার স্নেহ প্রীতি সবই হৃদয়ের টান

আমি চাই স্বর্গের উলঙ্গ প্রাণ

আমি চাই বিরত্বের তেজস্বী প্রাণ

পায়ে ঠেলে তোষামোদ নিচতার অনুরোধ

তার ব্রত সত্য রক্ষা সত্যানু সন্ধান

চাহে না নিজের ইষ্ট অতুল কর্তব্য নিষ্ঠ

ধরা প্রতিকুল নহে, নহে কম্পমান

জীবন সংগ্রামে নিত্য বিজয়ী তার চিত্ত

আনন্দে উড়িয়েছে তার বিজয় নিশান

আমি চাই বিরত্বের তেজস্বী প্রাণ।

এ শুভ প্রার্থনা ই হোক বিশ্ববাসীর চলার পথের সাথী এ মঙ্গল কামনা করে এখানেই বিদায়।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আচ্ছালামু আলাইকুম, ইয়ারাসুল আল্লাহ তুমি মাফ কর

আচ্ছালামু আলাইকুম এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যে যেখানে থাকুন না কেন সকলের চরণে ছালাম জানাই, হে আল্লাহর রাসুল কুদরতে তুমি সকলের চরনে ছালাম পৌছাও, আমরা যুগে যুগে অন্যায় করছি সকল যুগের অন্যায় গুলি একত্রে সকলের কাছে ক্ষমা চাই, সকলে মিলে ক্ষমা করুন, তাড়াতাড়ি সারা দুনিয়া একত্রিত করে বিশ্ব শান্তি আনয়ন করুন।

ইতি জগত কান্না -

বিশ্ব শান্তিকামী ভাই বোনেরা