**সবে আল্লাহ়্ রাসুল বলুন**


দয়াল নবীর আপন চাচা আবুজেহেল কে বলেছিলেন চাচা আল্লাহ রাসুল বলুন, আবুজেহেলে বলে ছিলেন তুই হইলি পেটের ছেলে, তোকে রসুল বলব ? মরে গেলেও না। আল্লাহ মাবুদ বলব। এখনও আমরা আল্লাহ মাবুদ বলছি।

মানুষ ছাড়া খোদা নাই জোদা

বাপ আল্লাহ্, মা রাসুল

আল্লাহর মাল নবীর নিকট থাকত সেইরূপ বাপের মাল সম্পূর্ণ মার নিকট থাকে। সারা দুনিয়া আল্লাহ আল্লাহ করতে করতে নবী কে হারিয়ে আল্লাহর জন্য পাগল প্রায়। হাশরের দিন নবী বলবেন হে দোস্ত এগুলি আমার উম্মত নয় তোমার বান্দা। আমাকে চায় নাই তোমাকে চেয়েছে। আমি তোমার বান্দাকে শাফায়ত করতে পারব না। তখন আল্লাহ পাগল গুলি কে বলবে যাও আগুনে ঝাপ দাও। আল্লাহ বার বার বলেছেন আমাকে না ডেকে আমার দোস্ত কে ডাক তবেই আমি খুশি।


আল্লাহ বলছেন তুহি তুহি সব রং মেরা

তুহি হায় সব রঙ্গেই খোদা

খোদা সর্বময়, সব জায়গায়

আঠার হাজার মাখলুকাত জোড়া খোদা

আল্লাহ হল নূর, আগুন, কুদরত, আল্লাহ কে দরবার কারো ক্ষমতা নেই। কিন্তু তার কুদরত দেখে চিনতে হবে। যেমন গাছের বাকলার নাম নবী, ভিতরের সার আল্লাহ। মানুষের কায়া হল নবী, ভিতরের রূহু হচ্ছে আল্লাহ। ধানের তুষ নবী ভিতরের চাল আল্লাহ।

তাহলে আল্লাহ রাসুল এক না হলে

কোন কিছুই পয়দা হয় না।

আদম যদি হাওয়ার সাথে না মিশতেন তবে আমরা হতাম না।

আমরা শুধু আল্লাহ কে ডাকি নবী কে ডাকি না। আমরা যদি শুধু আল্লাহ কে ডাকি তাহলে নবী অসন্তুষ্ট হন। কাজেই এবার আল্লাহ রাসুল এক সংগে বলতে হবে। তবেই আল্লাহ রাসুল প্রত্যেকেই খুশি হবেন।

আল্লাহর নুরে নবী তৈয়ার আর নবীর নুরে সারা জাহান তৈয়ার

আমরা ডাকব নবী কে, নবী ডাকবেন আল্লাহ কে।


মাতা যদি পিতার আসল পরিচয় না দেন

সন্তানের ক্ষমতা নেই পিতার আসল পরিচয় পাবার


আমরা বলব মা খেতে দিন ? ঘরে খাবার না থাকলে মা বাবা কে বলবেন। খাবার নেই সন্তানের জন্য খাবার আনতে হবে। আমরা ডাকব মাকে মা ডাকবেন বাবাকে। নবী কে ডাকলেই আল্লাহ কে পাওয়া যাবে। কাজেই এবার সবাই আল্লাহ মাবুদ ছেড়ে দিয়ে আল্লাহ রাসুল বলুন।

দুনিয়ার সকলে আল্লাহ়্ রাসুল বলেন

সোজা পথে চলেন নইলে গন্ডগোল সামনে